As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3379

হালাল হারাম

প্রকাশকাল: 1 May 2015

প্রশ্ন

Assalamu alikum orahmatullah…..এই একটি বিষয়ে আমি স্পষ্ট বুঝতে চাই, যেহেতু Quran and Sunnah তে তামাক হারাম হওয়ার কোন দলিল নেই । তাহলে কি তামাক চাষ, ব্যবসা করা হালাল হবে?
এ বিষয়টি হারাম হওয়ার জন্য Quran and Sunnah কোন মানদন্ড থাকলে দয়াকরে জানাবেন । কেননা আমার কুষ্টিয়া জেলায় এই তামাক খুব আবাদ হয়, আমি নিষেধ করলে বলে আমার যমিনে আমি যা ইচ্ছে আবাদ করবো গুনাহ হবে কেন? আমি অন্যের যমিনে চাষ করছিনা।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তামাক এবং তামাকজাত দ্রব্য মানুষকে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে ধ্বংস করে। তামাকের কারণে বিশ্বে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। এটার ভিতর উপকারী কোন কিছু নেই ক্ষতি ছাড়া। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَلاَ تُلْقُواْ بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। সূরা বাকারা, আয়াত ১৯৫। সুতরাং তামাক ব্যবহার করা যাবে না, তামাক চাষ করা যাবে না। তামাক থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে।