আসসালামুআলাইকুম হুজুর, একটা প্রশ্ন ছিলো দয়াকরে কোরআর ও হাদিসের আলোকে সঠিক উত্তার দিলে উপকার হবে, প্রশ্ন- ওযু করার নির্দিষ্ট দোয়া আছে নাকি নাই? (বিসমিল্লাহিল আলিইল অ্যাজিম আলহাদুলিল্লাহি আলা দ্বীনিল ইসলামু আল ইসলাম……) এই দোয়া পড়ি ওযুর সময় কিন্তু ইদানিং সময়ে শুনতেছি যে শুধু বিসমিল্লাহ বলে ওযু করতে হবে, নবজী (সঃ) নাকি কোন ওযুর দোয়া পড়তেন শুধু বিসমিল্লাহ পড়তেন। তাআ ওযুর দোয়া পড়া নাকি বেদাত। সঠিক কোনটা এবং আমরা কোনটা পালন করবো একটু জানাবেন দয়াকরে।