As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3370

সালাত

প্রকাশকাল: 22 Apr 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম ভাইজান,
আমি নিয়মিত সালাত আদায় করি। ফরয, সুন্নত ও নফল সালাত আদায়ের পর তাসবিহ পড়ে আমি একান্তভাবে হাত তুলে মোনাজাত করি। এই হাত তুলে মোনাজাত কি বিদআত হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এমন করলে বিদআত হবে না।