As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 337

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 1 Jan 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি বর্তমানে একটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। পারিবারিক কিছু সমস্যার কারনে আমার পড়ার খরচ আমার বাবা আর বহন করছেন না। পড়া লেখা চালিয়ে যাওয়ার জন্য আমার খালা আমাকে আর্থিকভাবে সাহায্য করছেন। পেশায় আমার খালা একটি প্রাইভেট ব্যাংকের চাকরিজীবি। ব্যাংকের বেতনের টাকা আমার খরচ করা হালাল হবে কিনা এই ব্যাপারে খুব চিন্তিত। উত্তর দিয়ে সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো। জাযাকাল্লাহু খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি ইসলামি বিধান অনুযায়ী চলতে চান এই জন্য আপনাকে শুকরিয়া। আমরা দুআ করি আল্লাহ যেন আপনাকে কবুল করেন। আপনার প্রশ্নের উত্তরে বলছি সুদভিত্তিক কোন ব্যাংকে চাকুরী করে থাকলে ঐ বেতন আপনার খালার জন্য হারাম। তবে আপনি ঋন হিসাবে তার কাছে থেকে টাকা নিতে পারেন।