ওয়া আলাইকুমুস সালাম। না, হ্জ্ব ফরজ হওয়া নগত অর্থের উপর নির্ভর করে না। যদি কোন ব্যক্তির স্বাভাবিকভাবে সংসার চলে যায় এমন অর্থের চেয়ে অতিরিক্ত এতটুকু অর্থ-সম্পদ থাকে যার দ্বারা হজ্জ করা সম্ভব তার উপর হ্জ্ব ফরজ। মনে করুন কারো ৮ বিঘা জমি আছে, ৬ বিঘার জমির দ্বারা তার সংসার চলে যায় তাহলে অতিরিক্ত ২ বিঘা জমির মূল্য দ্বারা যদি হজ্ব করা সম্ভব হয় তাহলে তার উপর হ্জ্ব ফরজ। জ্বি, কারো ২৫-২৬ বিঘা জমি আছে কিন্তু নগদ অর্থ ১ লাখ টাকার মত আছে তার উপর হজ্ব ফরজ।