As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3363

রোজা

প্রকাশকাল: 15 Apr 2015

প্রশ্ন

আসসাল্লামালাইকুম,
আরাফার রোজা কবে রাখবো? মক্কায় হাজিরা যখন আরাফায় অবস্থান করবে সেইদিন না বাংলাদেশের ০৯ ই জিলহজ্জ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অধিকাংশ আলেমের নিকট স্থানীয় তারিখ অনুযায়ী ৯ জিলহজ্জ রোজা রাখবে। তবে কেউ কেউ বলেছেন, হাজীরা যেদিন আরাফায় থাকবে সেদিন রোজা রাখবে। স্থানীয় তারিখ যাই হোক না কেন। যে কোন একদিন রাখলেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। বিস্তারিত জানতে এই ঠিকানায় স্যার রহ. এর এই ভিডিওটি দেখুন। https://www.youtube.com/watch?v=TSzs9OH962M শিরোনাম:ইয়াওমুল আরাফার রোজা কি আরবদেশের সাথে মিলিয়ে রাখবো?