হ্যাঁ। আপনি আপনার স্ত্রীর পক্ষ থেকে যাকাত দিতে পারবেন। শুধু স্বর্ণ যদি থাকে, রোপা বা টাকা পয়সা না থাকে তাহলে সাড়ে সাত ভরি হলে যাকাত ফরজ হবে। সাড়ে সাত ভরি স্বর্ণের বাজার দর হিসাবে করে শতকারা আড়াই পার্সেন্ট হারে যাকাত দিবেন। সোনার সাথে যদি রুপা বা টাকা থাকে তাহলে রুপার নেসাব ধরে যাকাত দেয়া ভাল অর্থাৎ সব কিছু মিলে যদি ৫২ ভরি ভরি রোপার মূল্যের সামান হয় তাহলে যাকাত দিতে হবে আবার স্বর্নের নেসাবও ধরতে পারেন। বিস্তারিত জানতে যাকাত সম্পর্কিত আমাদের অন্যান্য প্রশ্নের উত্তরগুলো দেখুন।