As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 334

মানত

প্রকাশকাল: 29 Dec 2006

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার নাম সাজ্জাদ। আমার পরিছিত একজন আল্লাহর নামে শপথ করেছে যে সে প্রতিদিন জামাতে প্রথম রাকাতসহ আদায় করবে।কিন্তু সে তা পারে নি।তাকে কি কাফফারা দিতে হবে। ।পরপর কয়েক্তি ছারার কারনে কি প্রতির জন্য আলাদাভাবে দিতে হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, কসম ভাঙ্গার কারণে তাকে কাফফারা দতিে হব। ে কাফফারা হলো দশজন মসিকনিকে দুবলো খাবার প্রদান করা। অথবা দশজন মসিকনিকে একসটে করে কাপড় প্রদান করা। কাফফারা একবার দতিে হব। ে