As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3338

সালাত

প্রকাশকাল: 21 Mar 2015

প্রশ্ন

শায়েখ আসসালামু আলাইকুম। আমার প্রশ্নঃ আমাদের দেশে অনেকে ফরজ সালাত শেষে মাথায় হাত দিয়ে একটি দুয়া পড়ে, একজন আমাকে এ ব্যাপারে একটি হাদিসের রেফারেন্স দিলেন তা হল তাবরানি এবং কানজুল উম্মাল এ আছে আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাকি ফরজ সালাত শেষে মাথা স্পর্শ করে এই দুয়া পড়তেনঃ বিসমিল্লাহিল্লাজি লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রাহিম, আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হাযান
দলিল টি সহিহ এবং আমল যোগ্য কিনা জানতে চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিষয়টি যে হাদীসে আছে সেটা সহীহ নয়। দূর্বল। তাই ফরজ সালাতে পরে সহীহ হাদীসভিত্তিক দুআ ও যিকির করুন। সিলসিলাতুয যয়ীফাহ, হাদীস নং ৬৬০।