As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3322

সালাত

প্রকাশকাল: 5 Mar 2015

প্রশ্ন

1. কাযা নামায শেষে কি মুনাজাত করতে হয়?
2. কাযা নামাযে ভুল হলে কি সেজদা সোহু দিতে হয়?
3. যোহর ও আসর নামাজ কাযা হলে কোনটার কাযা আগে আদায় করতে হবে? যোহর নাকি আসরের কাযা? অর্থাৎ, কাযা আদায়ের ক্ষেত্রে কি ধারাবাহিকতা রক্ষা করতে হয়?
4. কাযার ক্ষেত্রেও কি ফরজের পর আয়াতুল কুরসী পড়া লাগে?

উত্তর

১। কোন নামাযের শেষেই মুনাজাত করা আবশ্যক নয়। মুনাজাত যে কোন নামাযের শেষে, যে কোন সময় করা যায়। ২। হাঁ. দিতে হবে। ৩। যোহর। হাঁ, কাযা আদায়ের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করতে হয়। ৪। সকল ফরজ নামাযের পর আয়াতুল কুরসী পাঠ করা অনেক ফজিলতের। কাজা নামাযের পরও পড়া যায়।