As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3314

সালাত

প্রকাশকাল: 25 Feb 2015

প্রশ্ন

আস্সালামু আলাইকুম। আমি জানতে চাই সহু সিজদা সম্পর্কে। আমি এক রাকাত পরে নামাজে যোগ দেই। ইমাম সাহেব ৩য় রাকাতে না দারিয়ে বসে পড়েন। পরে লোকমা দিলে তিনি উঠে ৪র্থ রাকাত সম্পন্ন করেন এবং ডান দিকে সালাম ফিরিয়ে সহু সিজদা দেন। আমার প্রশ্ন হলো আমার কি ইমামের সাথে সহু সিজদা দিতে হবে। নাকি ইমামের সহু সিজদার আগে আমি দাড়িয়ে ১ রাকাত আদায় করবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি ইমামের সাথে সাহু সাজদা দিবেন। ইমাম সাহেব যখন দু্দিকে সালাম ফিরিয়ে নামায শেষ করবেন আপনি তখন দাঁড়াবেন।