আস্সালামু আলাইকুম। আমার প্রশ্নটা হল আঙ্গুল ফুটানো নিয়ে। আমি দীর্ঘ দিন যাবত একটি বিষয় লক্ষ্য করিয়াছি যে, আজকাল বেশির ভাগ মানুষ তাদের আঙ্গুল এত বেশি পরিমানে ফুটিয়ে থাকেন যা অনেকটাই তাদের কাছে নেশার মত হয়ে গেছে। অনেকে নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আঙ্গুল ফুটানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পরেন। আঙ্গুল না ফুটিয়ে তারা যেন মোটেও স্বস্তি পাচ্ছেন না। এই ভাবে আঙ্গুল ফুটানোর উপর ইসলামের কোন বিধি নিষেধ আছে কিনা, দয়া করে জানালে খুবই উপকৃত হইব। ধন্যবাদান্তে, মোঃ জাহাঙ্গীর খান, কুনিয়া, তারগাছ, গাজীপুর।