As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3308

বিবিধ

প্রকাশকাল: 19 Feb 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম। একজন অমুসলিম আমাকে প্রশ্ন করেছে, যে পবিত্র কুরআনে্র কোথায় দাবি করা হয়েছে যে ইসলাম সমগ্র মানব্জাতির জন্য এসেছে? আমার এ সম্পর্কে জ্ঞান কম। তাই প্রশ্নই রইলো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো: কুরআনে আল্লাহ তায়ালা কুরআন সম্পর্কে বলেছেন, وَمَا هُوَ إِلاَّ ذِكْرٌ لِّلْعَالَمِينَ নিশ্চয় তা অর্থাৎ কুরআন বিশ্ববাসীর জন্য উপদেশ। সূরা কলম, আয়াত নং ৫২। অন্য আয়াতে কুরআন সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, إِنْ هُوَ إِلاَّ ذِكْرٌ لِّلْعَالَمِينَ কুরআন তো বিশ্ববাসীর জন্যই উপদেশে। সূরা তাকবীর, আয়াত ২৭। রাসূলুল্লাহ সা. সম্পর্কে আল্লাহ তায়ালা বলেছেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সূরা আম্বিয়া, আয়াত নং ২১ অন্য আয়াতে এ বিষয়ে আল্লাহ তায়ালা বলেন, تَبَارَكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَى عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا রবকতময় হয়েছেন ঐ সত্তা যিনি তার বান্দার উপর কুরআন নাযিল করেছেন যাতে করে তিনি বিশ্ববাসীকে সতর্ক করতে পারেন। সূরা ফুরকান, আয়াত নং ১। আরো একটি আয়াত দেখুন قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا (আল্লাহ তায়ালা রাসূলুল্লাহ সা.কে বলেন,) আপনি বলুন, হে মানুষেরা নিশ্চয় আমি তোমাদের সকলের নিকট আল্লাহ রাসূল। সূরা আরফ, আয়াত নং ১১। এই আয়াতসহ অনেক আয়াতে উপদেশের শুরুতে বলা হয়েছে হে মানুষেরা। এখানে নির্দিষ্ট কোন এলাক বলা হয় নি। ইসলাম ধর্ম সম্পর্কে কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الإِسْلاَمُ নিশ্চয় আল্লাহর নিকটে ধর্ম ইসলামই। সূরা আলে ইমরান, আয়াত নং ১৯। অন্য আয়াতে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الإِسْلاَمِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহন করবে তার থেকে সেই ধর্ম গ্রহন করা হবে না, সে আখেরাতে ক্ষতিগ্রস্থদের অন্তর্ভূক্ত হবে। সূরা আলে ইমরান, আয়াত ৮৫। এখানেও বলা হয় নি যে, অমুক এলাকা থেকে যারা ইসলাম গ্রহন করবে না, বরং পৃথীবীর সবই এর অন্তর্ভূক্ত। উপরের আলোচনা দ্বারা বুঝলাম, কুরআন ইসলামের ধর্মগ্রন্থ। আর কুরআন বিশ্ববাসীর জন্য অবতীর্ণ হয়েছে। মুহাম্মাদ সা. ইসলামের নবী। আর তিনি বিশ্ববাসীর উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন। আর আল্লাহ তায়ালা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে ধর্ম হিসেবে গ্রহন করবেন না। সুতরাং এটা স্পষ্টভাবে প্রমাণিত যে, ইসলাম সমগ্র মানব জাতির জন্য এসেছে। শুধু মানবজাতি নয়, বরং জ্বীন জাতির জন্যও। কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِم مُّنذِرِينَ আর স্বরণ করুন ঐ সময়কে যখন আমি জ্বীনদের একটি দলকে আপনার নিকট পাঠালাম। তখন তারা কুরআন শুনলো। যখন তারা উপস্থিত হলো, তখন তারা একে অপরকে বলছিল, চুপকরে গভীর মনযোগের সাথে শোন। যখন কুরআন শোনা শেষ হলো তখন তারা নিজেদের জাতির কাছে ফিরে গেল সতর্ককারীরূপে। সূরা আহকাফ, আয়াত ২৯। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।