As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3306

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 Feb 2015

প্রশ্ন

আস্সালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো। দাড়ি রাখার পর যদি কেচি বা মেশিন দিয়ে দাড়ি ছোট করি তাহলে কী আমার গুনা হবে? দয়া করে জানাবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দাঁড়ি লম্বা রাখা সুন্নাত। এক মুষ্টির কমে দাঁড়ি ছাটা যাবে না। পরিপূর্ণ সুন্নাত আদায় করতে হলে অবশ্যই দাড়ি লম্বা রাখতে হবে।