বাবা মারা যাবার পর যদি মা দ্বিতীয় বিবাহ করার ইচ্ছা পোষণ করেন এ বিষয়ে শরীয়াহ কি বলে? এ অবস্থায় উনার সন্তানদের কি করা উচিত যারা কিনা সবাই প্রাপ্ত বয়স্ক এবং বিবাহিত? এবং এমতাবস্থায় মা কি বাবার বা সন্তানের সম্পত্তির অংশ পাবেন?
উত্তর
উক্ত মহিলা বিবাহ করতে পারবেন, এটাই শরীয়াহ বরে। সন্তানদের মায়ের বিবাহে বাধা দেয়া ঠিক হবে না। এই অবস্থায় ঐ মহিলা পূর্বের স্বামী এবং সন্তানদের সম্পপত্তির অংশ পাবেন।