As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 330

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 Dec 2006

প্রশ্ন

প্রশ্নঃ আসসালামু আলাইকুম স্যার । মুদি বা চা বা পান বা সুপার স্টোর ইত্যাদি ব্যবসায়ে সিগারেট, বিড়ি, গুল, জর্দা, ভেজাল মাল ইত্যাদি বিক্রিত মূনাফা এবং ব্যবসায়ের অন্যান্য দ্রব্যর বিক্রিত মূনাফার সাথে মিশ্রিত করে আয় করলে উক্ত সমষ্টি আয়ের বিধান কি হবে । এমতাবস্থায় কুরআন ও সহীহ্ সুন্নাহর আলোকে বিধান ও উক্ত সমস্যা সমাধানের উপায় কি জানালে খুবই উপকৃত হব । – জাযাকাল্লাহু খইরান ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমাদের উচিৎ যে কোন ধরনের হারাম ব্যবসা থেকে বিরত থাকা। কেননা হালাল ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করেন আর হারামের মধ্যে কোন বরকত থাকে না। আপনার প্রশ্নের উত্তরে বলছি মোট মুনাফর যতটুকু হালাল পন্যের ব্যবসা থেকে অর্জিত ততটুটু হালাল আর যতটুটু হারাম পন্যের ব্যবসা থেকে অর্জিত ততটুকু হারাম। সমাধানের উপায় খুবই সহজ। সিগারেট এবং এ জাতীয় পন্যগুলো বিক্রি বন্ধ করে দিতে হবে, এতে আপনার কোন ক্ষতি হবে না। মানুষ না না বুঝে মনে করে হারাম ব্যবসা ছেড়ে দিলে তার আয় কমে যাবে, এটা সম্পূর্ণ ভুল ধারনা। বরং হারাম থেকে মুক্ত সম্পদের ভিতরেই কল্যান ও বরকত।