আসসালামু আলাইকুম। স্যার আমরা জানি অকারণে ফটো তোলা হারাম। কোয়েক দিন আগে আমার একবন্ধু আমাদের ফুরফুরা তে গিয়ে দেখলো যে সেখানে কোনো এক আলেমের,হুজুরের ছবির পোস্টার রাস্তার বিভিন্ন মরে টাঙানো আছে। মূলত ওই হুজুরের সহায়তায় ওখানে অনেক প্রশাসনিক কাজ (পাকা রাস্তা, টিউবয়েলের etc) হয়েছে। সেই জন্যই টাঙানো এবং নিচেই তার নাম এবং বিভিন্ন প্রকল্পের নাম লেখা আছে। এই সব দেখে আমার ওই বন্ধু টি বললো যে এটা অপচয় হোয়েছে এবং যেহেতু ছবি তোলা হারাম তাই এটাও হারাম হয়েচে সম্ভবত। আমার প্রশ্ন হলো সঠিক টি কি? আমার বন্ধু ঠিক বলেছে কি?
প্লিজ সঠিক টি বিস্তারিত বুঝিয়ে জানাবেন?