As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3293

বিবাহ-তালাক

প্রকাশকাল: 4 Feb 2015

প্রশ্ন

আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করি এবং বিয়ের আগেই একাধিকবার সহবাস করি । সহবাসের পর অনেক বলেছি বিয়ে করে নিই চলো ও শুধু বলতো পরে। কিছুদিন পর ঐ মেয়ের সম্পর্কে কিছু বাজে মন্তব্য শুনি এতে তাকে বিয়ে করার আগ্রহ আমার কমে যায় । কিন্তু তাকে স্পর্শ করেছি তাকে বিযে না করলে তাকে ঠকানো হবে এই চিন্তা করে তার বড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তুু তার বাবা মা আমাকে না জানিয়ে একদিনের মধ্যে তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। এখন উক্ত পাপের জন্য কোন কাফফারা দেওয়া লাগবে কি? কিভাবে এ গুনাহের ক্ষমা পেতে পারি? তার বিয়ের কয়েকদিন আগে আমরা মিলিতো হয়েছিলাম এতে তাদের বিয়ে শুদ্ধ হয়েছে কি? উল্লেখ্য তাকে স্পর্শ করার সময় তোমাকে বিয়ে করবো এরকম কোন ওয়াদা দুজনের কেউই করেছিলাম না ।

উত্তর

আপনি আল্লাহর কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করুন। ঠকানো-টকানো নিয়ে চিন্তা করবেন না। ভয়ঙ্কর পাপ হয়েছে কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ চান। এবং এই গুনাহ থেকে চিরতরে তওবা করুন।