As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3288

নামায

প্রকাশকাল: 30 Jan 2015

প্রশ্ন

১) নামাজে প্রতি রাকাতে কি আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ বলে কিরাত সুরা করতে হবে?
২) ঈমাম যখন ইকামত দিবে তখন আমরা কি তার উত্তর দিব?

উত্তর

১। না, শুধু প্রথম রাকআতে সুরা ফাতিহার পূর্বে আউযুবিল্লাহ বলবে আর প্রতিটি সুরার শুরতে বিসমিল্লাহ বলবে। ২। ইকামতের উত্তর দেয়ার কথাই অধিকাংশ আলেম বলেছেন।