ওয়া আলাইকুমুস সালাম। আলেমদের একদল বলেছেন, নারী পুরুষ সকলের জন্য ইতিকাফের ক্ষেত্রে মসিজদ আবশ্যক। আরেকদল বলেছেন, মহিলারা বাড়িতে নামাযের স্থানে ইতিকাফ করতে পারবে। বাংলাদেশের অধিকাংশ মসজিদে মহিলাদের ইতিকাফ করার মত কোন ব্যবস্থা নেই। তাই বাংলাদেশের মহিলারা বাড়িতে ইতিকাফ করলে কোন সমস্যা হবে না আশা করি। তবে মসজিদে পর্যাপ্ত ব্যবস্থা থাকলে মহিলাদেরও মসজিদে ইতিকাফ করা উচিত। কারণ রাসূলুল্লাহ সা.এর স্ত্রীরা মসজিদে ইতিকাফ করতেন। সহীহ বুখারী, হাদীস নং ২০২৬