As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3284

রোজা

প্রকাশকাল: 26 Jan 2015

প্রশ্ন

আস সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ, ইউটিউবে সব লেকচারারদেরই বলতে শুনছি ইতেকাফের শর্ত হচ্ছে মসজিদ । । । । । আমার প্রশ্ন হচ্ছে এই শর্ত কি নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য নাকি মেয়েরা ঘরেই ইতেকাফ করতে পারবেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আলেমদের একদল বলেছেন, নারী পুরুষ সকলের জন্য ইতিকাফের ক্ষেত্রে মসিজদ আবশ্যক। আরেকদল বলেছেন, মহিলারা বাড়িতে নামাযের স্থানে ইতিকাফ করতে পারবে। বাংলাদেশের অধিকাংশ মসজিদে মহিলাদের ইতিকাফ করার মত কোন ব্যবস্থা নেই। তাই বাংলাদেশের মহিলারা বাড়িতে ইতিকাফ করলে কোন সমস্যা হবে না আশা করি। তবে মসজিদে পর্যাপ্ত ব্যবস্থা থাকলে মহিলাদেরও মসজিদে ইতিকাফ করা উচিত। কারণ রাসূলুল্লাহ সা.এর স্ত্রীরা মসজিদে ইতিকাফ করতেন। সহীহ বুখারী, হাদীস নং ২০২৬