As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3277

রোজা

প্রকাশকাল: 19 Jan 2015

প্রশ্ন

আসসালামুআইকুম… ১.অনিচ্ছাকৃত ( ঘুমিয়ে গেলে ) ইফতার করতে দেরি হলে কোন সমস্যা আছে কি?
২.সুবহে সাদিক শুরু হলে আযান চলাকালীন পানি পান করলে রোযা হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। না, এতে রোজার কোন সমস্যা হবে না। ২। আযান চলাকালীন পানি পান করলে রোজা হবে না। যদি আজান সঠিক সময়ে হয়ে থাকে।