১) নামাযের প্রতি রাকাতে সুরা ফাতিহা শুরুর পূর্বে আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পরতে হবে কি না?
২) কসর নামায জামাতে কিভাবে পরব?
উত্তর
আউজুবিল্লাহ শুধু প্রথম রাকআতে সূরা ফাতিহার পূর্বে বলবেন, অন্যান্য রাকআতে শুধু বিসমিল্লাহ বলবেন। স্থানীয় ইমামের পিছনে নামায পড়লে পুরো নামাযই পড়বেন, কসর করবেন না। মুসফির ইমাম হলে দুরাকআত পড়াবেন এবং মুসাফির মুসল্লিরা দুরাকআত পড়বেন।