As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3262

শিরক-বিদআত

প্রকাশকাল: 4 Jan 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, হুজুর, কারাতে খেলায় সাধারণত দেখা যায় মাথা নিচু করে অনেকটা রুকুর মত করে একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করে আমি জানি তা শরিআ মতে নিষিদ্ধ। কিন্তুু আমি এক জায়গায় কারাতে করতে চাইলে এবিষয়টি নিয়ে বললে উনি বলেন যে, অবশ্যই আল্লাহ ছাড়া অন্য কাউকে রুকুর মত করে মাথা নোয়ানো যাবেনা। কিন্তুু উনারা রুকুর মত মাথা নোয়ান না বরং উনারা একে অপরের দিকে চোখ রেখে নিচের লিঙ্কে দেয়া ছবির মত করেন আর
আবার সলাতের বৈঠকের মত করে বসে ১মি. চোখ বন্ধ করে মেডিটেশন করেন এবং এর পর নিচের লিঙ্কে দেয়া ভিডিওর মত করেন তবে একে অপরের দিকে চোখ রেখে বডি ও মাথা উপরের ছবির মত রাখেন সম্পূর্ন মাথা মাটিতে নামান না। উনারা এই জিনিসগুলো একে অপরের প্রতি, শিক্ষকের প্রতি, পশ্চিম দিকে করে থাকেন। এখন প্রশ্ন হল শরীআ এর উপর কি হুকুম রাখে, এরকম হলে কি এখানে কারাতে শিখা যাবে বিস্তারিত ভাবে বললে খুবই উপকৃত হব?
আর আপনার সাথে কথা বলার নাম্বার দিলে ভাল হত। লিঙ্ক,
ছবিঃ https://drive.google.com/file/d/1UQiZxwe2gxfVLhQ0N7zQmSjnR5aNiKJW/view?usp=drivesdk
ভিডিওঃ
১) https://youtu.be/ZY_Q0cWwY2I
২) https://youtu.be/-L_homyAWfM

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই কাজগুলো নি:সন্দেহ শিরকের মত। আর মেডিটেশোনও ইসলামে নেই। সুতরাং এভাবে কারাতে শেখার দরকার নেই।