আসসালামু আলাইকুম। আমরা বেশিরভাগ সময় বাথরুম এ অজু করে থাকি। কিন্তু আমি শুনেছি অজুর শুরুতে বিসমিল্লাহ বলা জরুরি। কিন্তু বাথরুমের মত জায়গাতে কি করে বিসমিল্লাহর জিকির করব। এ ক্ষেত্রে করনীয় কি? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। যে সব বাথরুমে ওযুর ব্যবস্থা আছে সেখানে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়লে কোন অসুবিধা হবে না। শুধুমাত্র বাথরুম করা অবস্থায় কোন যিকির করা যাবে না।