As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3254

হালাল হারাম

প্রকাশকাল: 27 Dec 2014

প্রশ্ন

আসসালামুআলাইকুম। আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি আমার পিতার টাকা দিয়ে খরচ চালাই। আমার পিতা একটা বিড়ি কোম্পানিতে ম্যানেজার হিসাবে চাকরি করে। ১. আমার পিতার উপার্জন কি হালাল? ২. যদি হারাম হয় তাহলে সে অর্থ কি আমি ব্যবহার করলে আমি গুনহাগার হব? ৩. যদি গুনহাগার হই তাহলে আমি এখন কি করতে পারি? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিড়ি কোম্পানীতে চাকুরীর আয় স্বচ্ছ নয়। সুতরাং আপনার বাবার উচিৎ শতভাগ হালাল কোন কর্মের ব্যবস্থা করা। আপনার পক্ষে যদি আয় করে লেখাপড়া করা সম্ভব হয় তাহলে তাই করুন। আর যদি সম্ভব না হয় তাহলে আশা করি আপন গুনাহগার হবেন না।