As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3253

বিবিধ

প্রকাশকাল: 26 Dec 2014

প্রশ্ন

১.নামায শেষে ইমাম সাহেবের দুই দিকেই সালাম ফেরানো শেষ হওয়ার পরেই মুসল্লীরা ডানে সালাম ফেরানো শুরু করবে, তার আগে নয়। এটাই কি নিয়ম?
২.জমজমের পানি সামান্য থাকা অবস্থায় তাতে অন্য পানি মেশালেও পুরো পানিটাই জমজমের পানির মতো বরকতময় হয়ে যায়, কথাটা কি ঠিক?
৩.দাড়িয়ে পানি পান কি সুন্নাহ বিরোধী?

উত্তর

ইমাম সাহেব যখন যে দিকে সালাম ফিরাবে মুসল্লীরা তখন সেদিকে সালাম ফিরাবে, শেষ হওয়র দরকার নেই। আর শেষ হলেও সমস্যা নেই। ২। এমন কথা হাদীসে নেই। ৩। পানি বসেই পান করা উচিত। রাসূলুল্লাহ সা. বসেই পান করতেন।