ওয়া আলাইকুমুস সালাম।প্রথমত, পশ্চিম দিকে কবে সূর্য উঠবে, দাজ্জাল কবে আসবে, ঈসা আ: এর সঙ্গে ইমাম মাহদীর দেখা হবে কি না এই ধরনের ভবিষ্যতের বিষয়ে চিন্তা-ভাবনা করা একজন মূমিনের জন্য অবান্তর। তবুও আপনার প্রশ্নের উত্তরে বলছি এ বিষয়ে স্পষ্ট কোন কিছু হাদীসে উল্লেখ নেই তবে একটি হাদীসে উল্লেখ আছে রাসূলুল্লাহ সা. বলেছেন,
كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ وَإِمَامُكُمْ مِنْكُمْ
অর্থ: তোমাদের কেমন লাগবে যখন ইবনে মারইয়াম (ইসা আ.) তোমাদের কাছে আসবেন অথচ তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই হবে?
অনেক আলেম বলেন, এখানে তোমাদের ইমাম বলতে ইমাম মাহদীকে বুঝানো হয়েছে।