As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3249

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 22 Dec 2014

প্রশ্ন

আসসালামুআলাইকু। আমি নিতান্ত একটি প্রশ্নের উত্তর জানতে চাই। বিস্তারিত লিখলাম। আমরা চার ভাইবোন। মা বাবা আছেন। আমি দুই নাম্বার। আমার পরিবার আমার বড় ভাইয়ের জন্য পাত্রী পছন্দ করেন গত রমজান মাসে। আমার ও মত ছিল। কিন্তু আমার বড়ভাইয়া আগে আমাকে বিয়েদিবে তারপরে ভাইয়া বিয়ে করবেন। কারণ ততদিনে আমার পড়ালেখা শেষ হয়ে গেছে। সবাই পাত্র খুজতে থাকে। তবে আমরা যাদেরকে পছন্দ করি তারা আমাকে পছন্দ করে না, আর আমরা যাদের পছন্দ করি না তারা আমাকে পছন্দ করে। আমার অপছন্দের কারণ তারা ধারমিক নন। এভাবে ৫-৬ মাস গত হয়। হঠাৎ করে ভাইয়ের জন্য দেখা সেই পাত্রীর বাবা প্রস্তাব দেন তার বড়ো ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেওয়ার । কিন্তু আমার বড় ভাইয়া মত দেননি । তিনি বলেন এটা নাকি জায়েজ নয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। শরিয়ত সম্মত সমাধান চাই। আচ্ছা যদি ভাইয়া আগে বিয়ে করলে তারপর কি আমি ওই মেয়ের ভাইকে মানে তখন আমি আমার ভাবির ভাইকে বিয়ে করতে পারবোকি-না। অথবা আমরা একত্রে একসঙ্গে বিয়ে করতে পারবো কি-না। কিভাবে শরিয়ত অনুমোদন দেয় অথবা আদোও দেয় কি না জানাবে। শরিয়ত সম্মত হলে সবাই রাজি হবেন। কারণ আমার পরিবার ও তাদের পরিবারের সবাই ধারমিক। আর দুজনেই খন্দকার সারের ছাত্র ছিলেন। আমার উত্তর কিভাবে পাব ইমেইল নাকি এই প্রশ্নত্তর Page এ। খুব জরুরী জানা দরকার ছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার জন্য ঐ ছেলেকে বিয়ে করা সম্পূর্ণ জায়েজ। আপনার ভাইয়ের বিয়ের আগে, পরে কিংবা একসাথে যে কোন সময় আপনাদের বিয়ে জায়েজ। শরীয়তে ভাবীর ভাইকে বিয়ে করতে কোন সমস্যা নেই।