As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3245

হালাল হারাম

প্রকাশকাল: 18 Dec 2014

প্রশ্ন

Assalamualikum. প্রশ্নঃ মসজিদ থেকে দায়িত্বশীল কাউকে না বলে এক কপি কোরআন কেও যদি নিয়ে আসে সবসময় বাসায় পড়ার জন্যে, তাহলে তার হুকুম কি? এটাকি চুরি বলে গন্য হবে, আর কেউ যদি না বলে নিয়েই আসে, তাহলে এখন সে কি করবে৷?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এভাবে না বলে নিয়ে আসা ঠিক নয়। নিয়ে আসলে ফেরৎ দিয়ে আসবে অথব অনুমতি নিয়ে নিবে।