As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3244

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 17 Dec 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম জনাব,
আল্লাহ্ তাআলা আপনার উপর রহমত বর্ষিত করুন…
জনাব,আমার জিজ্ঞাসা আমার আগত স্ত্রীকে নিয়ে,তার সাথে বিয়ের আগে আমার সম্পর্কে কতটুকু বলা প্রয়োজন তা নিয়ে…
জনাব,আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ সুবহানাহু তাআলা হেদায়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ্ আপনাদের লেকচারগুলো অনেক পরিবর্তন এনেছে জীবনে। এখন জীবনের এ পর্যায়ে এসে ফরজ ইবাদাত গুলো যে কোন মূল্যে পালন করি…দাঁড়ি রেখেছি, রাসুলের প্রতিটি সুন্নাতকে ভালোবাসি,পালন করার চেষ্টা করি। জনাব আল্লাহ্ চাইলে কিছুদিনের মধ্যে বিয়ে করতে ইচ্ছুক। তবে একটা ব্যাপার নিয়ে খুব বেশি দ্বিধায় রয়েছি,আল্লাহ্ তাআলার কাছে কান্না করেছি এর জন্য,তওবা করছি প্রতিনিয়ত। আমার এই হেদায়াতের পূর্বে আমার একটি একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। তার সাথে আমার সম্পর্ক অনেক বেশি গভীর ছিলো, আমাদের পরিবারও আমাদের ব্যাপারে জানতো। তারা আপত্তি জানালেও তা জোড়ালো ছিলোনা,বলা যায় চান্স ছিলো। তার সাথে সম্পর্ক থাকা অবস্থাতেই আমার হেদায়াতের শুরু। এমতাবস্থায় না আমি তাকে ছাড়তে পারছিলাম না হারামের মাঝে থাকতে পারছিলাম ইসলামকে গভীরভাবে জানার পর। অনেক চিন্তা করে আরেক ভাইয়ের পরামর্শে চারজন সাক্ষী আর হুজুর নিয়ে আমরা বিয়ে করি! হারাম থেকে অন্তত কিছুটা তো বাঁচা যাবে এই ভাবনায়। আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কও হয়। যেটা সম্পর্কে আমাদের পরিবার জানতো না। আমার কয়েকজন বন্ধু ছাড়া এই ব্যাপারে তেমন কেউ জানে না। আমাদের বিয়ের মাস ছয়েক পর আমাকে না জানিয়ে সে তার পরিবারের পছন্দমতো অন্যত্র বিয়ে করে। এর পর তার সাথে আমার কোন যোগাযোগ নেই। অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পারিনি। অতঃপর যখন তার বিয়ের কথা জেনেছি আমি তার যোগাযোগ করার চেষ্টা করিনি। ……
জনাব,এখন আপনার কাছে জানতে চাচ্ছি,আমার আগত স্ত্রীর সাথে আমার জীবনে ঘটে যাওয়া উপর্যুক্ত ঘটনাটি কি আমার বলা উচিত?
আত্নদ্বন্দ ০১- যদি না বলি তবে এটি কি তার প্রতি আমার প্রতারণা হয়ে যাবেনা? আল্লাহ্ তাআলা কি বিচার দিবসে আমাকে প্রতারকদের কাতারে দাঁড় করাবেন না?
আত্নদ্বন্দ ০২- যদি বিয়ের আগে আমি তাকে বলি আর সে না মেনে নিয়ে আমার পরিবারকে জানিয়ে দিল তখন ব্যাপারটা আরো বেশি সমস্যার সৃষ্টি কি করবে না? কিংবা ধরে নিলাম সে সব মেনে নিলো তবে কি সংসারে পরিপূর্ণ সুখ পাওয়া সম্ভব হবে?
জনাব,এক্ষেত্রে আমার কি পন্থা অবলম্বন করা উচিৎ শরীয়তের আলোকে জানালে অনেক বেশি কৃতজ্ঞ থাকবো…

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আগের বিয়ে সম্পর্কে যেহেতু কেউ জানে না, সুতরাং কাউকে বলার দরকার নেই। এতে সংসার সুখের হবে বলে মনে হয়। বিয়ের পরেও যেন ভুলেও এই বিষয়ে আলোচনা করবেন না। তবে আপনার স্ত্রীর থাকা অবস্থায় আগের মেয়েটির অন্যত্র বিবাহ করা জায়েজ হয় নি। যদি আপনি তাকে তালাক না দেন তাহলে তো সে এখনো আঈনত আপনার স্ত্রী। এই বিষয়টি ফয়সালা করবেন।