As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3240

সাধারণ দান-সদকাহ

প্রকাশকাল: 13 Dec 2014

প্রশ্ন

Assalamu alikum orahmatullah…..আমি সওআবের নিআতে একটি টিউবওয়েল স্থাপন করলাম, যাতে গ্রামের সর্বসাধারনের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ হয়। কিন্তু বছর না যেতেই সেটি চুরি হল । জানার বিষয় হল আমার কি সওআব হচ্ছে?
অনুরুপবাভে মসজিদে একটি ফ্যান দিয়েছি 5 বছর বা 10 বছর পর তা নষ্ট বা বাতিল হল। জানার বিষয় হল আমার কি সওআব হচ্ছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আল্লাহর কাছে সওয়াবের অভাব নেই। আপনি সহীহ নিয়তে দান করবেন, অবশ্যই আল্লাহ তায়ালা সওয়াব দান করবেন। এসব নিয়ে ভাবনার কিছু নেই।