As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3236

সালাত

প্রকাশকাল: 9 Dec 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম কেমন আছেন। আমার নাম সানুয়ার আলি মোল্লা আমার বাড়ি পশ্চিমবঙ্গ, ভারত। ডঃ খোন্দকার সাহেব আমার খুব পচ্ছন্দের মানুষ। আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদৌস দান করুন। আমিন। আমি কিছু বিষয় জানতে চাই। ফরয নামজের পর জিকির এর পর কী হাত তুলে দুআ করা যাবে? আমি কিছু যায়গায় জানলাম যে দুআ করা যাবে, হাত তুলে করা চলে না, হাদিস গুলি যইফ। আমাকে এব্যাপারে একটু সাহায্য করুন। আমার আরো কিছু জানার আছে যা আমি পরে জানবো ইনশাআল্লাহ আপনা দের কাছ থেকে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। ফরয নামজের পর জিকির এর পর একাকী হাত তুলে মোনাজাত করা জায়েজ। কোন সমস্যা নেই।