As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3228

রোজা

প্রকাশকাল: 1 Dec 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম আমরা জানি যে, আশুরার রোজা ২ টি, ৯ তারিখ ও ১০ তারিখ…কিন্তু অনেক কে দেখছি তারা মহররম মাসের প্রথম ১০ দিন ই রোজা রাখে, তারা এটাকে মুহররম চাঁদ এর রোযা বলে…..এসব রোযা রাখলে কোন সমস্যা আছে কি?
অন্যান্য মাসে এরকম চাঁদ এর রোযা আছে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মুহররম চাঁদ এর রোযা রোজা বলে কিছু নেই। স্বাভাবিকভাবে নফল রোজা এই দিনগুলোতে রাখতে পারেন। অন্যান্য মাসেও রাখতে পারেন। নিষিদ্ধ দিনগুলো বাদে যে কোন দিন নফল রোজা রাখা যায়।