As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3227

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 30 Nov 2014

প্রশ্ন

আমাদের বিয়েটা সম্পন্ন অভিভাবকের অনুপস্থিতে হয়েছে। আমরা দুজন সাক্ষী নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করি । বিয়েতে সাক্ষী ও দেন মোহর ধার্য ছিল । এখন পর্যন্ত আমাদের অভিভাবকরা এ বিষয়টা জানে না আমাদের এই বিয়েটা কি হয়েছে? সে কি আমার স্ত্রী হিসেবে গণ্য হয়েছে?তাকে কি আমার মোহরের টাকা দিতে বাধ্য থাকবো? এটা আমার উপর ওয়াজিব কি না?

উত্তর

এটা একটি মতবিরোধপূর্ণ মাসআলা। বাংলাদেশে অভিভাবক ছাড়া বিয়ে করলেও মেয়েদের বিয়ে হয়ে যাবে এই মতটিই মানা হয়। সুতরাং এই হিসেবে সে আপনার স্ত্রী এবং মোহর প্রাপ্য। অধিকাংশ আলেমের মতে অভিভাবক ছাড়া মেয়েদের বিবাহ জায়েজ নেই। বিস্তারিত জানতে আমাদের দেয়া 0041 নং প্রশ্নের উত্তর দেখুন।