As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3224

আদব আখলাক

প্রকাশকাল: 27 Nov 2014

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি একজন বামহাতি অর্থাৎ বামহাতে লিখি৷ খাওয়াদাওয়া ডানহাতে করলেও যেসব তরল জাতীয় খাবার এ চামচ এর প্রশ্ন আসে সেগুলো বামহাত ছাড়া চামচ ধরতে পারি না। যেমন পায়েস, স্যুপ, চটপটি ইত্যাদি। অনেক চেষ্টা করেছি ডানহাতে শিখার চামচ হ্যান্ডেল করা। কিন্তু হয় না। এছাড়াও যেসব কাজে ব্যালেন্স এর প্রশ্ন আসে সেগুলো বামহাতে করি। যেমন টাকা গুনা, লিখা বা ভারী কিছু বহন করা। আমার প্রশ্ন হলো আমার এই কাজগুলোতে কি গুনাহ হবে? হলে পরিত্রাণ এর উপায় কী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে কোন কাজ ডান হাত দিয়ে করা সুন্নাত। আপনি চেষ্টা করবেন ডান হাত দিয়ে করার। তবে প্রয়োজনে বাম হাত দিয়ে করলে গুনাহ হবে না।