আস-সালামু আলাইকুম, আমি একজন বামহাতি অর্থাৎ বামহাতে লিখি৷ খাওয়াদাওয়া ডানহাতে করলেও যেসব তরল জাতীয় খাবার এ চামচ এর প্রশ্ন আসে সেগুলো বামহাত ছাড়া চামচ ধরতে পারি না। যেমন পায়েস, স্যুপ, চটপটি ইত্যাদি। অনেক চেষ্টা করেছি ডানহাতে শিখার চামচ হ্যান্ডেল করা। কিন্তু হয় না। এছাড়াও যেসব কাজে ব্যালেন্স এর প্রশ্ন আসে সেগুলো বামহাতে করি। যেমন টাকা গুনা, লিখা বা ভারী কিছু বহন করা। আমার প্রশ্ন হলো আমার এই কাজগুলোতে কি গুনাহ হবে? হলে পরিত্রাণ এর উপায় কী?