ওয়া আলাইকুমুস সালাম। সকল ফরজ ইবাদতগুলো যথা সময়ে আদায় করে সুন্নাত আমলগুলো বেশী বেশী করার চেষ্টা করবেন। হারামকে পুরোপুুির বর্জন করবেন, হালাল উপার্জন করে ইবাদত করবেন। এভাবেই আমরা কমপ্লিট মুসলিম হতে পারি। আপনি যখন কারো কাছে কারো গীবত করেন তখন খেয়াল করবেন আপনার বিষয়ে যদি কেউ গীবত করে তাহলে আপনার কেমন লাগবে। এভাবে চেষ্টা করুন ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে।