মুহতারামঃ আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন ১. এক ব্যক্তি আসরের জামাতে ২য় রাকাতে শরিক হয়েছে। সেই জামাতে ইমাম সাহেব ভুলে ৫ রাকাত পড়েছে, ফলে সহু সেজদা দিয়ে সালাত শেষ করেছে। কিন্তু মুক্তাদি ১ম রাকাত না পেলেও ৪ রাকাতই পেয়েছে (যেহেতু ইমাম সাহেব ভুলে ৫ রাকাত পড়েছে)। আমার প্রশ্ন হল সেই মুক্তাদি যে কিনা প্রথম রাকাত পায় নি কিন্তু ৪ রাকাত পেয়েছে, সে কি ইমামের সাথে সালাম ফিরাবে, না কি প্রথম রাকাত পড়তে উঠে দাঁড়াবে। ২. ঈদের সালাতের দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব ভুলে অতিরিক্ত ৩ তাকবির দেয়নি, এমনকি সহু সেজদাও দেননি। সালাত শেষে মুক্তাদিরা সহু সেজদার ব্যপারে প্রশ্ন করলে তিনি বললেন, বড় জামাতে সহু সেজদা দেয়া যায় না। কথাটা কতটুকু দলিল সম্মত? যাযাকাল্লাহ