As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3205

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 8 Nov 2014

প্রশ্ন

হুজুর আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন ছিল যদি দয়া করে উত্তর দিতেন আমার উপকার হতো, আমি অজু করলে অজু বেশিক্ষণ ধরে রাখতে পারিনা, গ্যাস এর প্রব্লেম হয় তাই একটু পর পর অজু ভেঙ্গে যায় তাই নামাজ ঠিক মতন পরতে পারিনা, ডাক্তার দেখাইছি কিন্তু লাভ হয় নাই, এক ওয়াক্ত নামাজ পরতে গেলে মাঝে মাঝে কয়েক বার অজু করা লাগে, মনটাও ভেঙ্গে যায় তখন। এখন আমার করণীয় কি? দয়া করে জানাবেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক…..আমীন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি নামাযের সময় হলে ওযু করে ঐ ওযু দ্বারা ঐ ওয়াক্তের সমস্ত নামায আদায় করতে পারবেন। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সবই এক ওযুতে আদায় করতে পারবেন। যেমন, যোহরের নামাযের সময় হলে আপনি একবার ওযু করে ঐ ওযু দ্বারা যোহরেরর ফরজ-সুন্নত সব নামায আদায় করতে পারবেন। প্রয়োজনে 01762629405 (এশার সালাতের পর ফোন করবেন)।