আসসালামু আলাইকুম। ২ অথবা ৪ রাকাত বিশিষ্ট নামাজে, ১ম বা ৩য় রাকাতে দুই সেজদার সময় আমরা জানি নবী (সাঃ) তারঁ বাম পায়ের পাতার উপর বসতেন আর ডান পা খাড়া করে রাখতেন। কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। বাম পায়ের পাতার উপর বসতে গেলে পায়ে প্রচন্ড ব্যাথা অনুভব করি। তাই দুই সেজদার মাঝে আমি যখন বসি তখন দুই পায়ের গোড়ালির উপর বসি এবং সেই সময় পা গুলো উল্টো করে বিছানো থাকে আর আংগুলগুলো কেবলার বিপরীত থাকে। এখন এই অবস্থায় আমার নামাজ কি সহিহ হবে?