As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3193

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 Oct 2014

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম মুহতারাম, আমি ইসলামী ব্যাংক হতে ৩ লক্ষ (৩,০০,০০০) টাকা ইনভেস্টমেন্ট নিয়েছি যা শোধ করতে হবে পাঁচ বছরে মাসিক ৬,৮৫০ টাকা করে, এখন অনিষ্পন্ন (outstanding) ২,৪০,০০০। এছাড়া আমার আরও ২,৪১,০০০ টাকা ঋন আছে। আমার ইসলামী ব্যাংক এ আগে থেকে কিছু DPS ছিল যা আগামী নভেম্বর এ মেয়াদ পূর্তি হবে এবং যা আনুমানিক ৭,৯০,৭২৫ টাকা হবে। এখন আমার যাকাত কত হবে? দয়া করে উত্তর জানালে খুব উপকার হত।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ব্যাংক ঋনের টাকা ঋন হিসাবে গণ্য নয়। সুতরাং আপনার ২,৪০,০০০ টাকা ঋন হিসাবে গণ্য নয়। ৭,৯০,৭২৫ টাকা থেকে ২,৪১,০০০ টাকা বাদ দিয়ে বাকী টাকার যাকাত দিবেন। আরো জানতে দেখুন। https://www.youtube.com/watch?v=rmVcMP69zso