As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3192

আকীকা

প্রকাশকাল: 26 Oct 2014

প্রশ্ন

আকীকা করার সুন্নত পদ্ধতি কি? অনুগ্রহ করে উত্তর দেবেন।

উত্তর

শিশুর জন্মের সপ্তম দিনে ছেলে শিশুর জন্য দুটি ছোট পশু এবং মেয়ে শিশুর জন্য একটি ছোট পশু, যেমন, ছাগল, ভেটা, দুম্বা আকীকা করা মুস্তাহাব। ছেলেদের জন্যও একটি আকীকার কথা হাদীসে আছে। শনিবারে জন্ম নিলে পরের শনিবার। কুরবানীর গোশতের হুকুমের মতই আকীকার গোশতের হুকুম। প্রয়োজনে 01762629405