As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 318

বিবাহ-তালাক

প্রকাশকাল: 13 Dec 2006

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার বয়স ২৬ বছর। আমি (এইস এস সি ) পড়াকালীন পাচ ওয়াক্ত নামাজ আদায় করতাম। এখন নামাজ হয় কোনো সময় তিন বা কোনো সময় দুই ওয়াক্ত । আমি অনেক চেস্টা করেও অনেক গোপন পাপ ছাড়তে পারছি না। এখনও বিবাহ হয়নি। এ অবস্থায় আমি মুনাফেক হয়ে গেছি কি না জানাবেন। আমি নিজেকে সম্পুন ইসলামের মধে আনার জন্য কি করব, বিস্তারিত জানাবেন। আমি খুব ভয়ে থাকি, নিজের ক্যরিয়য়ার নিয়ে। আমি নিজেকে কিভাবে বদলাতে পারি। আমি সব সময় ভয় পায় যে আমি মারা গেলে জাহান্নামে চলে যাব। এখন কি করা উচিত, নিজেকে ভাল করার জন্য ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যে পাপকে পাপ মনে করছেন এটাই প্রমান যে, আপনি মূমিন, মুনাফিক নন। আপনি জামাতে সালাত আদায় করার এবং সবধরনেল গুনাহ ছেড়ে দেয়ার দৃঢ ইচ্ছা করুন। সালাতের সাজদার ভিতর আপনার সমস্যার কথা আল্লাহর কাছে বলুন।ইনশাআল্লাহ আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন।