ওয়া আলাইকুমুস সালাম। দেখুন, মেয়েরা মূলত ঘরের ভিতরের কাজগুলো করবে। ছেলে-মেয়েদের দেখাশোনা, রান্না-বান্না,স্বামীর প্রয়োজনীও সেবা ইত্যাদি। বাড়িতেই তারা নিরাপদ। বিভিন্ন যুক্তি দিয়ে তাদেরকে বাড়ির বাইরে পাঠিয়ে মূলত একটা সামাজিক বিশৃঙ্খলার পথ তৈরী শুরু হয়ে গেছে এবং বিশৃঙ্খলা হচ্ছে।তাই বিনা-প্রয়োজনে তাদের বাড়িই বাইরে যাওয়া উচিত নয়। তবে প্রয়োজনে বাড়ির বাইরে যেতে পারবে এবং পূর্ণ পর্দা রক্ষা করে চাকুরী করতে পারে। বিয়ের কাবিন করা তথা লিখিত চুক্তি করা শরীয়তে আবশ্যক নয়। তবে সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে কাবিন করা ভাল।