As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3173

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 7 Oct 2014

প্রশ্ন

আমার বিবাহিত বউ বিবাহ বহিভূত সম্পকের কারণে একটা মাসুম বাচ্চা জন্ম দিছে আমি এটা ২ বছর পরে জানতে পারছি। বাচ্চাটার প্রতি আমার প্রচন্ড ভালবাসা আছে আমার মনে হচ্চে আমি ওকে ছাড়া থাকতে পারব না। আর আমার বউ কে আমি ভালবাসি, বুঝতে পারছি না কি করব? কিছু একটা বলেন। কি করা উচিত বলেন কিছু বুঝতে পারছি না। আমি ওকে একটা সুযোগ দিতে চাই আল্লাহ কি আমাকে মাফ করবে? আমার এই ব্যাপারে কোন ধারণা নাই একটু সাহায্য করেন। পরামশ দেন।

উত্তর

আপনার স্ত্রী যদি আপনার কাছে ক্ষমা চায় এবং এই পাপ কাজ আর না করার ব্যাপারে প্রতিশ্রুতি দেয় তাহলে আপনি তাকে রাখতে পারেন। বাড়িতে কঠোর পর্দার অনুশীলন করবেন। যাদের সাথে দেখা করা এবং বিনা প্রয়োজনে কথা বলা জায়েজ নেই তাদের সাথে কোন ভাবেই যেন দেখা না করে, কথা না বলে। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন।