As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3170

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 Oct 2014

প্রশ্ন

আমাদের সমাজে কেউ মারা গেলে আমরা তিন দিন কেউই সেই বাড়ীতে চুলা ধরাইনা । আত্নীয় স্বজনদের বাসা থেকে এই তিন দিন খাবার আসে। এটা কি কুরআন হাদীসে কোথাও উল্লেখ আছে?

উত্তর

মানুষ মারা গেলে সেই বাড়িতে খাবার পাঠানো প্রতিবেশীদের কর্তব্য। তবে সেটা তিন দিন হতে হবে, কম বেশী হওয়া যাবে না, এরকম নয়। তাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে দিন কম-বেশী হতে পারে। নিচের হাদীসটি লক্ষ্য করুন: عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ لَمَّا جَاءَ نَعْىُ جَعْفَرٍ قَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- اصْنَعُوا لأَهْلِ جَعْفَرٍ طَعَامًا فَإِنَّهُ قَدْ جَاءَهُمْ مَا يَشْغَلُهُمْ আবদুল্লাহ ইবনু জাফার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, জাফার-এর ইন্তিকালের খবর আসার পর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জাফারের পরিবার-পরিজনের জন্য খাবার তৈরি করো। কেননা তাদের ওপর এমন এক বিপদ এসে পড়েছে, যা তাদেরকে রান্নাবান্না করে খেতে বাধা সৃষ্টি করবে। সুনানু তিরমিযী, হাদীস নং ৯৯৮। হাদীসটিকে ইমাম তিরমিযী হাসান সহীহ বলেছেন।আশা করি আপনার উত্তর পেয়েছেন।