As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3162

অর্থনৈতিক

প্রকাশকাল: 26 Sep 2014

প্রশ্ন

প্রশ্ন-১/মোবাইলে প্রশ্ন উত্তর জানার কোন সুযোগ আছেকি থাকলে নাম্বার টা দিলে উপকৃত হব। ২/পুরুষ মহিলার কবরের গভীরতার কোন পার্থক আছে কি? কবরের গভীরতা কমপক্ষে কতটুকু হওয়া সুন্নাহ সম্মত। দলিলসহ বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর

মোবাইলে প্রশ্ন করার সুযোগ আছে। এশার পরে এই নাম্বারে ফোন করবেন 01762629405 ২। না, পুরুষ মহিলার কবরের গভীরতার কোন পার্থক্য নেই। গভীরতা কমপক্ষে নাভী পর্যন্ত হতে হবে। তাবেয়ী ইবরাহীম নাখয়ী বলেন, يُحْفَرُ الْقَبْرُ إلَى السُّرَّة .কবর নাভী পর্যন্ত খনন করতে হবে। মুসন্নাফে ইবনে আবি শায়বা, হাদীস নং 11783। তবে এর চেয়ে বেশীও খনন করা যায। হাসান বসরী রহি. বলেন,أَوْصَى عُمَرُ أَنْ يُجْعَلَ عُمْقُ قَبْرِهِ قَامَةً وَبَسطَةً উমার রা. ওসীয়ত করেছেন যে, তার কবরের গভীরতা হবে মানুষের দৈর্ঘ্য পরিমান। মুসন্নাফে ইবনে আবি শায়বা, হাদীস নং 1178৪