মোবাইলে প্রশ্ন করার সুযোগ আছে। এশার পরে এই নাম্বারে ফোন করবেন 01762629405
২। না, পুরুষ মহিলার কবরের গভীরতার কোন পার্থক্য নেই। গভীরতা কমপক্ষে নাভী পর্যন্ত হতে হবে। তাবেয়ী ইবরাহীম নাখয়ী বলেন, يُحْفَرُ الْقَبْرُ إلَى السُّرَّة .কবর নাভী পর্যন্ত খনন করতে হবে। মুসন্নাফে ইবনে আবি শায়বা, হাদীস নং 11783। তবে এর চেয়ে বেশীও খনন করা যায। হাসান বসরী রহি. বলেন,أَوْصَى عُمَرُ أَنْ يُجْعَلَ عُمْقُ قَبْرِهِ قَامَةً وَبَسطَةً
উমার রা. ওসীয়ত করেছেন যে, তার কবরের গভীরতা হবে মানুষের দৈর্ঘ্য পরিমান। মুসন্নাফে ইবনে আবি শায়বা, হাদীস নং 1178৪