As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3154

সালাত

প্রকাশকাল: 18 Sep 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্নটি হচ্ছে- ঈমামের পিছনে নামাজের সময় আমি সূরা ফাতেহা পড়ি, কিন্তু নামাজের শেষের এক ও দুই রাকাতে ঈমাম সাহেব এত তারাতারি রূকুতে চলে যায় যে, তখন আমার সূরা ফাতেহা পড়া অর্ধেকো শেষ হয় না। এই অবস্থায় আমার করনিয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি ইমামের সাথে রুকুতে যাবেন। যদি না যান তাহলে আপনার নামায হবে না।