As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 315

নামায

প্রকাশকাল: 10 Dec 2006

প্রশ্ন

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: নামাযে কোথায় হাত বাধতে হবে? নাভির উপরে নাকি বুকের উপরে? নাভির উপরে হাত বাধা যাবেনা তার সহীহ প্রমাণ চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। সহীহ হাদীসে শুধু হাত বাঁধার কথা বলা হয়েছে। কোথায় বাঁধতে হবে তা বলা হয় নি। বিভিন্ন যয়ীফ হাদীসে হাত নাভীর নিচে বা উপরে বাঁধার কথা বলা হয়েছে। যে কোন এক জায়গায় বাঁধলেই সুন্নাত আদায় হয়ে যাবে। বিতর্ক পত্যিাগ আবশ্যক। বিস্তারিত জানতে পড়ন আস-সুন্নহ পাবলিকেশন্স থেকে প্রকাশিত সালাতের মধ্যে হাত বাঁধার বিধান পুস্তকটি।