As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3145

সালাত

প্রকাশকাল: 9 Sep 2014

প্রশ্ন

Dear Sir, আসসালামু আলাইকুম আমি জানতে চাই প্যানট নাভির নীচে পড়ে এবং তা বড় সাট গেনজী অথবা পানজাবী পড়ি সুতরাং আমার শরীরের কোন অংশ দেখা যায় না। তাহলে আমার নামাজ বাতিল হবে না কী দয়া করে জানালে খুশি হব ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আপনার নামাযের কোন সমস্যা হবে না। যদি নাভীর নিচের কোন অংশ আলগা থাকে তাহলে সমস্যা, ঢাকা থাকলে কোন সমস্যা নেই।